মাইকেল ফেলপসের ১৯ নম্বর সোনা!

ব্রাজিল: ১৯ নম্বর অলিম্পিক সোনা গলায় ঝোলালেন মাইকেল ফেলপস! পদক জয়ের রেকর্ডগুলো অনেক আগেই নিজের করে নেওয়া যুক্তরাষ্ট্রের এই সাঁতারু রিও গেমসের নিজের প্রথম সোনাটি পেয়েছেন সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।
গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সোমবার সকালে আবারও পুলে ঝড় তোলেন ১৮টি সোনাসহ ২২টি অলিম্পিক পদক বাড়িতে রেখে আসা ফেলপস। পঞ্চম অলিম্পিকে এসে প্রথম ইভেন্টেই সোনা জিতলেন এই জলদানব।
প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। কিন্তু দ্বিতীয় লেগে ফেলপস জলে ঝাঁপিয়েই এগিয়ে দিলেন দলকে। সতীর্থ লিড ধরে রেখে সোনা হাতছাড়া করেননি। আর অন্যদিকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। অস্ট্রেলিয়া দল পায় ব্রোঞ্জ।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ