
রোম: নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের স্মৃতিকথা ‘মাইন ক্যাম্ফ’ পাঠকদের কাছে ক্রোড়পত্র হিসেবে বিনামূল্যে বিতরণের দায়ে তোপের মুখে পড়েছে ইতালির একটি সংবাদপত্র।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মালিকানাধীন পত্রিকা জিওর্নাল শনিবার বিনামূল্যে ‘মাইন ক্যাম্ফ’র নতুন টিকাযুক্ত সংস্করণ পাঠকদের কাছে বিতরণ করে।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি টুইটারে বিষয়টির সমালোচনা করেন। তিনি এটিকে নোংরা বলে উল্লেখ করেন। পাশাপাশি ইতালির ইহুদী সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন।
অনেকের ধারণা কেবল পত্রিকার কাটতি বাড়ানোর জন্য নাৎসি নেতা হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো প্রচারের আশ্রয় নিয়েছে জিওর্নাল। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নাৎসিবাদের ক্ষতিকর দিকগুলো পাঠকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ‘মাইন ক্যাম্ফ’ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
পত্রিকার সম্পাদক আলেসান্দ্রো সাল্লুস্তি জানান, জিওর্নাল সব সময় ইতালির ইহুদী সম্প্রদায়ের পাশে ছিল এবং তাদের সম্মানও করে। এদিকে ইতালির ইহুদী ইউনিয়নের প্রেসিডেন্ট রেনজো গাত্তেগনা পত্রিকাটির এ ধরনের কর্মকাণ্ডকে জঘন্য হিসেবে বর্ণনা করেন।
১৯২৫ সালে ‘মাইন ক্যাম্ফ’ প্রকাশ করেন হিটলার। এর ৮ বছর পরে তিনি জার্মানির ক্ষমতা গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির আঞ্চলিক ব্যাভারিয়ান সরকারের দখলে এটির গ্রন্থস্বত্ব (কপিরাইট) চলে যায়।
নাৎসিবাদ প্রতিরোধে বইটির পুনর্মুদ্রণ নিষিদ্ধ করেছিল ব্যাভারিয়ার সরকার। কিন্তু চলতি বছরের শুরুতে কপিরাইটের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এটি পুনর্মুদ্রণে আর কোন বাধা রইলো না। তবে বইটির সমালোচনামূলক টিকাযুক্ত সংস্করণ প্রকাশ করার অনুমতি দেয় জার্মান কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই