
ঢাকা: সিলেটে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়ার পর তাকে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে চিকিৎসক ও স্বজনরা রয়েছেন।
শনিবার সন্ধ্যায় সিলেটের জঙ্গি আস্তানার পাশে দু’দফা বিস্ফোরণে আহত হন আবুল কালাম আজাদ। প্রথমে সিলেটে ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতেই তাকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হয়।
পরে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে আতিয়া মহল নামের ওই জঙ্গি আস্তানার কাছে দুই দফা বিস্ফোরণে পুলিশসহ ছয় জন নিহত হন। আহত হন র্যাব-পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ৩০ জন। এর পরেই আতিয়া মহলের চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
নিহতরা হলেন- জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, পুলিশ সদস্য চোধুরী মুহাম্মদ আবু কায়সার দীপু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপু, শহীদুল ইসলাম ও আব্দুল কাদের।
প্রতিবেদন: প্রীতম, সম্পাদনা: জাবেদ