মাওলানা রুমির ভূমিকায় ক্যাপ্রিও!

ডেস্কঃ পারস্যের বিখ্যাত কবি, দার্শনিক ও সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমির জীবন নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে মূল চরিত্রের ভূমিকায় দেখা যাবে সদ্য অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিওকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন ‘গ্ল্যাডিয়েটর’ চলচ্চিত্রের চিত্রনাট্য রচয়িতা ডেভিড ফ্রাঞ্জোনি। রুমি ও তার গুরু শামসে তাবরীজি সহ অন্যান্য মূখ্য চরিত্রসমূহের অভিনেতা নির্বাচনের দায়িত্বও তিনি নিজ কাঁধে নিয়েছেন।
এদিকে এই চরিত্র নির্বাচনের সাথে হলিউড ও অস্কারে প্রত্যক্ষ বর্নবাদিতাকে সম্পৃক্ত করে তীব্র সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী। অনেকেই ত্রয়োদশ শতকের এশীয় এই কবির চরিত্রে সাদা চামড়ার ক্যাপ্রিওকে দেখতে নারাজ। অস্কার আয়োজনে কৃষ্ণাঙ্গ কোন অভিনেতা বা অভিনেত্রীর নমিনেশন না পাওয়ার ধারাবাহিক ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা নির্ভর হলিউড ও বিশ্বব্যাপী সৌন্দর্যের সংজ্ঞায় ইউরোপীয় সৌন্দর্যের জোরপূর্বক প্রতিষ্ঠালাভ মেনে নিতে পারেনি চলচ্চিত্রপ্রেমীরা।
তবে মাস্টার অভিনেতা ক্যাপ্রিও তার অভিনয় জাদুর বলে এবার কতটা গভীরে সম্মোহিত করতে পারেন, তাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। দি গার্ডিয়ান মারফত জানা গেছে, রুমির গুরু শামসে তাবরীজির ভূমিকায় অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস