মাগুরায় নছিমনের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

মাগুরা: পড়াগাছী বটতলা এলাকায় নছিমনের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন-সঞ্জয় (৪৫) ও মেয়ে তৃষা (৫)। এ ঘটনায় নিহত সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি রানী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হতাহতরা মোটরসাইকেলে করে তালখড়ী গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বটতলা এলাকায় পৌঁছালে দ্রতগামী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সঞ্জয় ও মেয়ে তৃষা নিহত হয়।
এ ঘটনায় সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি রানীকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী