
ঢাকা: বিতর্কে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, তবে তার জন্ম হয়েছে ঘরোয়া লিগে। সুপার লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনী অধিনায়ক তামিম মাঠে আম্পায়ারকে যেভাবে গালিগালাজ আর হুমকি-ধমকি দিয়েছেন তার ফল খেলা বন্ধ এবং তারপর ম্যাচ স্থগিত!
বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচ নেমে এসেছিলো ৪৫ ওভারে, আবাহনীর দেওয়া ১৯১ রান তাড়া করতে নামে দোলেশ্বর। বিপত্তি সাকলাইন সজীবের করা ১৬তম ওভারের চতুর্থ বলে। রকিবুল হাসানের বিপক্ষে স্টাম্পিংয়ের জোরালো আবেদন করেছিল আবাহনী।
আম্পায়ার তাতে সাড়া দেননি। আউটটি কেন দেওয়া হলো না—কাভার থেকে ছুটে এসে লেগ আম্পায়ার তানভীর আহমেদের কাছে জানতে চান তামিম। পরে বিতণ্ডায় জড়ান আরেক আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে। একপর্যায়ে উত্তেজিত হয়ে গালিগালাজ তো করেনই, আঙুল তুলে আম্পায়ারকে শাসাতেও থাকেন তামিম।
তামিমের সঙ্গে যোগ দেয় মাঠের বাইরে থাকা আবাহনী সমর্থকগোষ্ঠীও। উত্তেজনার মধ্যেই আম্পায়াররা খেলা চালিয়ে যান কিছু সময়। ১৭ ওভার শেষে মাঠে আসেন ম্যাচ রেফারি মন্টু দত্ত।
৩টা ১৫ মিনিটের দিকে দুই আম্পায়ারকে নিয়ে বেরিয়ে আসেন তিনি। ড্রেসিংরুমে ফিরে আসে দুই দলও। পরে আবাহনী-দোলেশ্বর ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় সিসিডিএমে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই