
ঢাকা: কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাওয়া এখনও নিশ্চিত না হলেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। ১৮ জুন মোহামেডানের হয়ে মাঠে নামার সম্ভাবনা আছে তার। প্রিমিয়ার লিগে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি কাটার মাস্টারকে প্লেয়ার বাই চয়েসে দলে নেয়।
‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরে মুস্তাফিজ বর্তমানে বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরে মুস্তাফিজ বর্তমানে বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তবে দ্য ফিজ সেখানেও খুব দ্রুতই উন্নতি করছেন। বিসিবির ফিজিও এবং ডাক্তাররা জানাচ্ছেন, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
ফিজিওদের আশ্বাস পেয়ে আশায় বুক বাধছে মোহামেডান। ইনজুরি থেকে ফিরে আসার পর মোহামেডানের প্রত্যাশা মুস্তাফিজ খেলবে প্রিমিয়ার লিগে। শনিবারই মুস্তাফিজের মাঠে নামার ব্যাপারে আশাবাদী মোহামেডান পরিচালক।
মোহামেডানের পরিচালক সারওয়ার হোসেন বলেন, ‘ফিজিও আমাদেরকে জানিয়েছে ১৬ জুনের মধ্যে মুস্তাফিজ ফিট উঠতে পারবেন। ওইদিন তারা মুস্তাফিজকে খেলার জন্য ছাড়পত্র দিলে তিনি পরদিন দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারবেন এবং আশা করছি, সুপার লিগের তৃতীয় রাউন্ডে ১৮ জুন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেলতে পারবেন তিনি।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস