মাথাপিছু আয় বেড়েছে ১১.৪ শতাংশ: অর্থমন্ত্রী

ঢাকা: মাত্র এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ১১ দশমিক চার শতাংশ বেড়েছে। জাতীয় সংসদকে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, ‘বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)’র সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-’১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা বিগত ২০১৪-’১৫ অর্থবছরের জাতীয় আয় ১ হাজার ৩১৬ মার্কিন ডলার থেকে ১১ দশমিক চার শতাংশ বেশি ‘
সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ তথ্য জানান। একই সময়ে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি)’র প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাত দশমিক শূণ্য পাঁচ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, বিবিএস’র সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-’১৫ অর্থবছরে জিডিপি’র হার ছিল ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে