
হ্যানয়: দক্ষিণ ভিয়েতনামের একটি আদালত মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত ভিয়েতনামি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয় নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। হো চি মিন সিটি পিপলস আদালত বুধবার ২.৮ কেজি হেরোইন পাচারের অভিযোগে ৭৩ বছর বয়সি নগুয়েন থি হং’কে এই দণ্ড দেন।
হো চি মিন সিটি পুলিশ নিউজপেপার জানায়, তিনি ২০১৪ সালের ডিসেম্বরে নিজের ব্যাগের মধ্যে রাখা ৩৬ টি সাবানের ভিতর লুকিয়ে হেরোইন পাচার করার চেষ্টা করছিলেন।
এদিকে অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে এই শাস্তির বিষয়ে উদ্বেগ জানায় এবং তাদের মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানায়, তারা শাস্তিপ্রাপ্ত সেই নারী এবং তার পরিবারকে সহায়তা করবে এবং তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
কমিউনিস্ট শাসিত ভিয়েতনামে ১০০ গ্রাম কিংবা এর চেয়ে বেশি হেরোইন পাচারের কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০১৩ সাল থেকে ফায়ারিং স্কোয়াডের পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি