মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৪৬৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয় বলেও জানান ডিসি মাসুদ।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব