
ঢাকা: মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২৫৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম ও ১১০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৬০ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা, ৭৪২ পিস ইনজেকশন ২০১ বোতল ফেন্সিডিল, ৪৮ ক্যান বিয়ার ও ১০৫ পিস চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রামপুরা থেকে গ্রীল কাটা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
এদিকে রাজধানীর রামপুরায় থেকে গ্রীল কাটা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি পূর্ব বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রাকেশ খান(২২), মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জনি (২২) ও মোঃ আজিজুর রহমান ওরফে সায়েম(২১)। এ সময় তাদের কাছ থেকে গ্রীল কাটার সরঞ্জাম, ল্যাপটপ, ১৪ টি মোবাইল, স্বর্ণালংকার ও চোরাইমাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে পশ্চিম রামপুরা হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব