মাদক ব্যবসায়ী লাকী আক্তার আটক

চাঁদপুর: হাজীগঞ্জ পৌর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাকী আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
লাকী আক্তার পৌর এলাকার ১১নম্বর ওয়ার্ডের রিফুজী বাড়ির আরিফুল ইসলামের স্ত্রী।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, লাকীর স্বামী আরিফুল ইসলাম নদীর দক্ষিণপাড় অঞ্চলের মাদকের ট্রানজিট নিয়ন্ত্রণ করেন। স্থানীয় প্রভাব খাটিয়ে ফরিদগঞ্জ, রামগঞ্জসহ দক্ষিণাঞ্চলে মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন তিনি। তার স্ত্রী লাকীকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করান আরিফুল। খবর পেয়ে সন্ধ্যায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
আটক লাকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই দম্পতির সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে।
গ্রন্থনা ও সম্পাদনা: পিএ