ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মাদারীপুর: রাজৈর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে এ খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার নয়াকান্দি গ্রামের পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতব্বর (৩৫) ও ব্যাপারিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারি।
ওসি বলেন, টেকেরহাট থেকে মস্তফাপুরগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ট্রাকের চালক ও হেলপার। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসজি