
মাদারীপুর: জেলার সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেল ৫টার দিকে গণিত বিভাগের ওই প্রভাষকের কলেজ গেট এলাকার বাসায় হামলা চালায় দুর্বত্তরা।
এ ঘটনায় গোলাম সাইফুলল্লাহ ফাহিম (২০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। আটক ফাহিম চাপাইনবাবগঞ্জের দায়িরার এলাকার গোলাম ফারুকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় ঢুকে হামলা চালায় তিন দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
আটক ফাহিম জামায়াত-শিবিরের কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. ফায়কুজ্জামান জানান, গ্রেফতারকৃত ফাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. আবু সফর জানান, প্রভাষক রিপণ চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত প্রভাষকের মাথার পিছনে গুরুতর জখম রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই