
ডেস্ক : দারুণ ফর্মে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় আঁতোয়ান গ্রিজমান। ক্লাবের পাশাপাশি জাতীয় দল ফ্রান্সের হয়েও উজ্জ্বল তিনি। তবে তার সাম্প্রতিক ইনজুরিতে মাদ্রিদ ডার্বিতে খেলতে পারবে কিনা দেখা দিয়েছে অনিশ্চিয়তা। তবে গ্রিজমানের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।
বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়ী দলে ছিলেন গ্রিজমান। ওই ম্যাচেই পায়ের হাড়ে চোট পান তিনি। চোটের কারণে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধের পরই তাকে তুলে নেয়া হয়। এরপর আইভরিকোস্টের বিপক্ষে পরের ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখতে হয়েছে তাকে। তবে বর্তমান সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে মাদ্রিদ আসার অনুমতি দিয়েছেন ডাক্তাররা।
নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বির আগে তার পায়ের ইনজুরি নিয়ে শঙ্কায় রয়েছে ভক্তরা। তবে গ্রিজমানের বা পায়ের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন সিমিওনে।
গ্রিজমানের ইনজুরি নিয়ে এক বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, ‘এক্স-রে রিপোর্টে দেখা যায় গ্রিজমানের পায়ের হাড় কিছুটা সরে যায়। তবে এটা গুরুতর কিছু নয়। সে রিয়ালের বিপক্ষে শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে।’
সম্পাদনা: জাবেদ