
ঢাকা: জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তর দ্বাদশ শ্রেণিতে উন্নীত করতে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাদশ-দ্বাদশ শ্রেণি খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বর্তমানে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে। তবে ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী তা হবে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।
কিন্তু গত ১৮ মে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও এ বিষয়ে এখনো মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়নি।
এই শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কিছু একসঙ্গে চালাতে হবে। রাতারাতি আমরা কিছু করতে পারব না। আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দাঁড়িয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হয়ে গেলে আমাদের থাকবে নবম ও দশম, আর উচ্চ মাধ্যমিকে থাকবে একাদশ ও দ্বাদশ। সবটা মিলে মাধ্যমিক হয়ে যাবে। যেখানে নবম-দশম শ্রেণি আছে সেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি খুলব।’
এসময় বরিশালের এসএসসি পরীক্ষার ফলাফল বিভ্রাটে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ফলাফল বিভ্রাটের কারণে আত্মহত্যা করতে হয়েছে এক শিক্ষার্থীকে। এ বিভ্রাটের পেছনে দায়ীদের চিহ্নিত করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই