
ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে(৭২)কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৭ অক্টোবরের মধ্যে মামলারে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। পরে নিউজনেক্সটবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর আবুল কালাম।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম।
এর আগে বুধবার সকালে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। গত ২ আগস্ট ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। পর বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার হয়।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে ‘৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে তদন্ত চলছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) জেডএম আলতাফুর রহমান।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/এসআই