
ঢাকা: সদ্য নিয়োগ প্রাপ্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের চেয়ারম্যান পদে নিয়োগের বৈধতার প্রশ্নে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার দুপুরে ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠিয়েছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে লিখিত আকারে তার ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ ধারায় রিট আবেদন করা হবে।
নোটিশে মানবাধিকার কমিশন চেয়ারম্যান পদটি মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চাওয়া হয়েছে সরকারের রাষ্ট্রপতির সচিব, সংসদ বিষয়ক সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশনের কাছে।
নোটিশে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৭ ধারা মোতাবেক বাছাই কমিটির সুপারিশক্রমে আইনের ৬(১)ধারা মোতাবেক রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশ ক্রমে সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হককে নিয়োগ দেওয়া আইন পরিপন্থী। আইন অনুযায়ী চেয়ারম্যান বা সদস্য নিয়োগের জন্য সাত সদস্যের একটি কমিটি থাকবে। সে ক্ষেত্রে রিয়াজুল হক মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে সার্বক্ষণিক কর্মরত ছিলেন। একই ব্যাক্তি দুই মেয়াদের বেশি নিয়োগ লাভ করতে পারবেন না।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এফকে/পিএসএস