
নিউ ইয়র্ক: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সৌদি আরবকে অবিলম্বে বরখাস্তের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকারের তীব্র লঙ্গনের কারণে দেশটিকে বরখাস্ত করতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি মানবাধিকার সংস্থা দুটি আহ্বান জানায়।
বুধবার জাতিসংঘে পাঠানো এক যৌথ চিঠিতে এইচআরডব্লিউ ও অ্যামনেস্টি অভিযোগ করে যে, মানবাধিকার কাউন্সিলের সদস্য থাকাকালীন সৌদি আরব নিয়মিত ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্গন করেছে। এমনকি কাউন্সিলের সদস্য পদ কাজে লাগিয়ে ইয়েমেনে মানবাধিকার লঙ্গনের দায় থেকে নিজেকে আড়াল করেছে দেশটি।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় মানবাধিকার লঙ্গন ও বহু সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদে চিঠিটি পাঠায় মানবাধিকার সংস্থা দুটি।
চিঠিতে তারা বলছে, তারা সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ৬৯টি অবৈধ বিমান হামলার ডকুমেন্ট তৈরি করেছে। যার মধ্যে কিছু হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। ওই সব হামলায় ৯১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হামলা করা হয়েছে বাড়িঘর, মার্কেট, হাসপাতাল, স্কুল এমনটি মসজিদেও। ১৯টি হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব অভিযোগ এনে মানবাধিকার বিষয়ক এনজিওগুলো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সৌদি আরবকে বরখাস্ত করার আবেদন জানায়।
যতক্ষণ পর্যন্ত সৌদি আরব অবৈধ হামলা বন্ধ না করে ও উপর্যুক্ত অভিযোগগুলোর বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত না করে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার কাউন্সল থেকে দেশটিকে বরখাস্ত করার আহ্বান করা হয় চিঠিতে।
সৌদি আরব ২০১৪ সালে ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিলে যোগদান করে। এ বছর দেশটির মেয়াদ শেষ হবে। কেবল জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতিয়াংশ ভোট মানবাধিকার কাউন্সল থেকে কোন দেশের সদস্য পদ স্থগিত করতে পারে। সূত্র: আরটি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই