
মানিকগঞ্জ: পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতিসহ মানিকগঞ্জের অভ্যন্তরে প্রবাহিত সকল নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অরো অবনতি হয়েছে। বন্ধ হয়ে গেছে শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর এলাকার শতাধিক প্রতিষ্ঠান।
হরিরামপুর উপজেলা চত্বর ডুবে যাওয়ায় দাফতরিক কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েকলাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানির তীব্র অভাব দেখা দিয়েছে।
বন্যাদুর্গত এলাকায় এখনো কোনো সাহায্য বা ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন পানিবন্দীরা। এদিকে পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ায় ৪টি ফেরিঘাটে ডুবে গেছে। এতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।
বিআইডব্লিউটিএ আরিচা অফিস সূত্রে জানা গেছে, রোববার আরিচার যনুমা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই