
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিসের উৎপাদিত পণ্য, ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্ট এর গুণগত মান তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মুল প্রতিবাদ্য বিষয় ছিল ‘সিমেন্ট ও কনক্রিট টেকনোলজি’।
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সিটি ড্রিম কনভেনশন সেন্টারে মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্টের পক্ষ থেকে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
এতে ফ্রেশ সিমেন্টের জি,এম (ট্যাকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী গোপাল কৃষ্ণ বাগচীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র দে, ফ্রেশ সিমেন্টের মানিকগঞ্জ জেলার একমাত্র পরিবেশক মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন, ফ্রেশ সিমেন্টের এজি,এম আব্দুল আলীম, এ্যাসেসটেন্ট ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী রাজিব আহম্মেদ, এক্সিকিউটিভ (ট্যাকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী রুবেল হাসান, এ্যাসেসটেন্ট ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং হাদী মোহাম্মদ বিলাল, সিনিয়র এক্সিকিউটিভ মো.আব্দুল করিম, মেঘনা সীম ডিলাক্সের সিনিয়র ম্যানেজার আশরাফুল ইসলাম টিটু, সিনিয়র এক্সিকিউটিভ মো. সাইফুল আলম।
উক্ত সেমিনারে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এসময় মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিসের উৎপাদিত পণ্য ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্ট এর গুণগত মানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সবশেষে লটারির র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আগত প্রত্যেক অতিথিদেরকে সৌজন্য পুরস্কার হিসেবে গিফট প্যাকেট দেয়া হয়। এরপর নৈশ ভোজের মাধ্যমে উক্ত সেমিনার শেষ হয়।
প্রতিনিধি: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: জাবেদ