মানিকগঞ্জে জামায়াতের ২ কর্মী আটক

মানিকগঞ্জ: জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার উপ-পরিদর্শক এস আই আব্দুল বাতেন জনান, বৃহস্পতিবার রাতে অভিজান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিংগাইর থানার বলধারা গ্রামের জামায়াত ইসলামী কর্মী মো: নুরুজ্জামান (৩৫), ঘিওর থানার করজনা গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী মো: মাসেম উদ্দিন (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথা আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ