
মানিকগঞ্জ: জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মানিকগঞ্জ সদর থানায় শিবিরকর্মী মো: রুবেল হোসেন (২২), সিংগাইর থানায় জামায়াত ইসলামী কর্মী মো: মফিজ উদ্দিন মোল্লা (৪৫), সাটুরিয়া থানায় জামায়াত ইসলামী কর্মী মো: বশির মিয়া (৩৬), শিবালয় থানায় উপজেলা জামায়াতের সহযোগী সদস্য মো:সাইদ খান (২৮), ঘিওর থানায় শিবিরের সক্রিয় সদস্য মো: কাওছার (২৭), হরিরামপুর থানায় জামায়াতের সক্রিয় সদস্য মো: সিদ্দিনক (৬০), দৌলতপুর থানায় জামায়াত ইসলামী কর্মী মো: কামরুজ্জামান সুবজ।
আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ