মানিকগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্যর মৃত্যু

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন জাকির হোসেন নামে পুলিশের এক কনস্টেবল। তিনি মানিকগঞ্জের ঘিওর থানায় কর্মরত ছিলেন।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে ডিউটিরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রাকের হেলপার আটক হলেও চালক পালিয়ে যায়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ডিউটিরত অবস্থায় কনস্টেবল জাকির রাস্তা পার হতে গেলে আরিচাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর গ্রামে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/জাই