ট্রাক মালিককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে আবদুল মজিদ (৫২) নামে এক ট্রাক মালিককে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে ট্রাকে যাওয়ার পথে চালক জহিরুল ইসলাম (২৮) হাত-পা রশি দিয়ে বেঁধে পিটিয়ে তাকে হত্যা করেন বলে নিহতের ছেলে রাজীব হোসেন জানিয়েছেন। তবে, কি কারণে এই হত্যাকাণ্ড- তা নিশ্চিত করতে পারেননি তিনি।
মজিদ ঢাকার আশুলিয়া থানার খেরুয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। আর চালকের বাড়ি মানিকগঞ্জে। তার পূর্ণ ঠিকানা জানা যায়নি। চালক ও সহকারী (হেলপার) এ ঘটনার পরপরই পলাতক।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। চালক ও সহকারীকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই