মানিকগঞ্জে দুই ডাকাত আটক

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মালশী গ্রাম থেকে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন- মালশী গ্রামের মৃত জোনাব আলীর ছেলে শামছুল হক (৫০) বহর আলীর ছেলে কোরবান আলী (৩০)।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার কৈজুরী গ্রামের ৬ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ মামলায় তাদেরকে আটক করা হয়।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাছান আলী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
গ্রন্থনা: মুরাদ হাসান, সম্পাদনা: শিপন আলী