
মানিকগঞ্জ: পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত তরিকুল ইসলাম সোহাগ (৩৫) ঢাকায় কাপড়ের দোকাদার। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে মহসিন বিশ্বাসের ছেলে। এই ঘটনায় আহত হয় অপর মোটরসাইকেল আরোহী তপু মিয়া।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী মোটরসাইকেলটি সকাল ১০টায় মুলজান এলাকায় পৌছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক সোহাগ। পুলিশ যাত্রীসেবা পরিবহনের (ঢাকা মেট্রো জ-১৪-২২৩০) বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মারা গেছে তিথীলা নামের আড়াই বছরের এক শিশু। সে ওই গ্রামে আবদুর রশিদের মেয়ে।
পরিবারের লোকজন জানায়, শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: জাহিদ