
মানিকগঞ্জ: জেলার হরিরামপুর উপজেলায় পদ্মার দুর্গম আইল্যার চর এলাকায় দেশীয় মদের কারখানা আবিস্কার করেছে ডিবি পুলিশ। ওই কারখানায় অভিযান চালিয়ে মদ, মদ তৈরির সরঞ্জামসহ কেষ্ট হালদার (৪৫) নামে একজনকে আটক করেছে।
হরিরামপুরে আটক এক ইয়াবা ব্যবসায়ীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই কারখানার সন্ধান পায় পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শনিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মহনপুর গ্রামের মৃত ফেলু ব্যাপারীর ছেলে আব্দুর রহিমকে ২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আইল্যার চরের ওই মদের কারখানার সন্ধান দেয়।
রোববার ভোর ৫ টার দিকে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এতে কারখানা থেকে ২১০ লিটার মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কেষ্ট হালদারকে আটক করা হয়। আটক কেষ্ট হালদার বগুড়া জেলার ধুনট থানার চর ধুনট গ্রামের মৃত সতীশ হালদারের ছেলে।
উদ্ধারকৃত মদ ও সরঞ্জামের মূল্য দুই লাখ ২৯ হাজার টাকা। তবে কারখানার মূল হোতা হরিরামপুর উপজেলার সুতালড়ি গ্রামের মৃত মোসলেম খাঁর ছেলে আসলাম খাঁ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় একটি মামলার হয়েছে বলে পুলিশ সুপার জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই