
মানিকগঞ্জ: জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ১০ জন কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বাঙ্গরা বেতিলা গ্রামের শহিদুল ইসলাম (২১), শফিকুল ইসলাম (৪৫), পূর্বদাশরা গ্রামের মো: আক্তারুজ্জামান ওরফে আক্তার, ঘিওর উপজেলার তরা গ্রামের মো: রুবেল মিয়া (২৬), দরগাবাড়ী গ্রামের সুজন চন্দ্র দাস (১৯), শিবালয় উপজেলার রানী নগর গ্রামের মো: আব্দুর রহিম (৩৭), সাটুরিয়া থানার বিলতালুক গ্রামের মো: আব্দুল হাই (৩০), হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাতা গ্রামের কুদরাত বেপারী (৩৫), দৌলতপুর উপজেলার কাকরাইদ গ্রামের রুবেল (২০) ও সিঙ্গাইর উপজেলার বেগুন টেউরি গ্রামের মো: কামরুজ্জামান (৩২)।
তিনি বলেন, ‘পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় দেড় কেজি গাঁজা ও হিরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক: শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: ইয়াসিন