
মানিকগঞ্জ: জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনের নারী সদস্য পদে নাজমা আক্তার বিপুল ভোটে জয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার সাতটি এবং হরিরামপুর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে তিনটি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৫৮টি। এর মধ্যে নাজমা আক্তার বই মার্কায় পেয়েছেন ১০৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বেগম সাজেদা চৌধুরী দোয়াত কলম মার্কায় পেয়েছেন ২২ ভোট। ৮৭ ভোট বেশী পেয়ে নাজমা আক্তার বিজয়ী হয়েছেন।
ক্লীন ইমেজের কারণে নাজমা আক্তার ভোটারদের মন জয় করতে পেরেছেন বলে জানান ভোটাররা।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে মোট ১৫৮টি ভোটের বিপরীতে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে নাজমা আক্তার (বই), বেগম সাজেদা চৌধুরী (দোয়াত কলম), রিনজু রহমান (হরিণ), রেহেনা আক্তার (ফুটবল) এবং রোকেয়া সুলতানা (টেবিল ঘড়ি) মার্কায় পাঁচ জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: জাহিদ