
মানিকগঞ্জ: সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সভাপতি নুরতাজ আলম বাহার, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সম্পাদক শহীদুল ইসলাম সুজন, একাত্তর টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, জিটিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, সংবাদ প্রতিনিধি আবুল কালাম বিশ্বাস, যমুনার টিভির বিএম খোরশেদ, বৈশাখীর টিভির আশরাফুল আলম লিটন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পায়তারা চালাচ্ছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে জঙ্গিবাদ নিমূর্ল করা সম্ভব।’
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: আইরিন রবি, জাহিদুল ইসলাম