মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মানিকগঞ্জ: শিবালয় উপজেলার টেপড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবির হোসেন বিএসসি (৪২) নামের এক হাইস্কুল শিক্ষক নিহত হয়েছেন। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, শনিবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন বিএসসি ঘিওর উপজেলার বড় হাট খোরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং সিংজুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি আরো জানান, শিক্ষক কবির হোসেন একজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালিয়ে উথলী যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ডের আগে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে পড়ে যায়। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা শিক্ষককে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন