
মানিকগঞ্জ: জেলা সিংগাইরে দুই সাংবাদিকসহ চার ইয়াবা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী সরকার রাখী তাদের ওই কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিংগাইর উপজেলার মগরা এলাতার মৃত রহম আলীর ছেলে দৈনিক ‘দেশ কণ্ঠ’ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলতান আহমেদ (৩৭), একই পত্রিকার স্টাফ রিপোর্টার আঙ্গারিয়া এলাকার আবদুল মালেকের ছেলে রাব্বি হাসান জয় (২৫), সাদেক আলীর ছেলে মাজেদ হোসেন (২৭) ও সিংগাইর উপজেলা এলাকার বাদল সরকারের ছেলে খোকন সরকার (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মানিকগঞ্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ওই চারজনই সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। মধ্য সিংগাইর এলাকায় পৃথক ফ্ল্যাটে থাকেন সুলতান ও মাজেদ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুলতানের ফ্ল্যাটে অবস্থান করছিলেন তারা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী সরকার রাখীর নেতৃত্বে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ওই ফ্ল্যাটে । তাদের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
তিনি জানান, অভিযানের সময় সুলতান ও জয় দৈনিক ‘দেশ কণ্ঠ’ পত্রিকার পরিচয়পত্র দেখান। পরিচয়পত্র দুটি ও ইয়াবাগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদক ব্যবসার দায়ে তাদের কারাদণ্ডাদেশ দেন। এরপর সিংগাইর থানার মাধ্যমে তাদের মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/জাই