Saturday, December 2nd, 2023
মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায়ঃ আইনমন্ত্রী
May 6th, 2023 at 8:49 pm
মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায়ঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগকে সবধরণের সহযোগিতা দিতে সরকারের কোনো কার্পণ্য থাকবে না। বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে, সেটি হচ্ছে বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং তারা যেন মামলার দীর্ঘসূত্রতার অবস্থান থেকে পরিত্রাণ পায়।

আজ ৬মে শনিবার মন্ত্রী ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৮তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থী বিচারকদের জুডিসিয়াল ডিসিপ্লিন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সুপ্রতিষ্ঠিত জুডিসিয়াল ডিসিশনগুলো মেনে না চললে জুডিসিয়াল অ্যানার্কি তৈরি হতে পারে। নিশ্চয়ই আমরা কেউই এই অ্যানার্কি চাই না। তার কারণ সমাজ ও দেশের ওপর এর ইমপ্যাক্ট ভয়াবহ হবে। তিনি বলেন, দেশের দীর্ঘদিনের পূঞ্জীভূত মামলাজট কমানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে জনগণ যাতে তড়িৎ সুষ্ঠু বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, অন্য যেকোনো সরকারের চেয়ে বিচার বিভাগের জন্য বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন বিচারকদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায়, সেটা নিশ্চিত করা।

মন্ত্রী প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশ্যে আরো বলেন, সহকারী জজ থাকা অবস্থায় তারা সকলেই এই ইনস্টিটিউটে একটি মানসম্পন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে গেছেন। এরপর পদোন্নতি পেয়ে অতি স্বল্প সময়ের মধ্যে আবারও নতুন প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। একটি সুদক্ষ প্রতিষ্ঠান কর্তৃক দ্রুত মানসম্পন্ন সেবা প্রদানের জন্য এমনটিই হওয়া উচিত। কিন্তু অন্যান্য সরকারের আমলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের কি অবস্থা ছিল, তার ইতিহাস অনেকেরই জানা। এক কথায় বলা যায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক কোন প্রশিক্ষণ ইনস্টিটিউটই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করার পর প্রথম বিচারকদের জন্য এই প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দেন। তাঁর সরকারের সদিচ্ছার কারণেই দেশে আরও একটি বিশ্বমানের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। শুধু তাই নয়, দেশীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বিদেশি প্রশিক্ষণ প্রদান কার্যক্রমও চলমান থাকবে।

আইনমন্ত্রী একথাও স্মরণ করিয়ে দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্য ছিল এমন এক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে।


সর্বশেষ

আরও খবর

সকল থানার ওসিকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

সকল থানার ওসিকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের


শান্তর সেঞ্চুরিতে ভালো শক্ত অবস্থানে বাংলাদেশ

শান্তর সেঞ্চুরিতে ভালো শক্ত অবস্থানে বাংলাদেশ


স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এ. কে. আজাদ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এ. কে. আজাদ


বরিশাল-২ আসনে আওয়ামী লীগসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশাল-২ আসনে আওয়ামী লীগসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন


কক্সবাজার সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ফটোগ্রাফারের কারাদণ্ড

কক্সবাজার সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ফটোগ্রাফারের কারাদণ্ড


কক্সবাজার ও ঢাকার মধ্যে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামীকাল থেকে

কক্সবাজার ও ঢাকার মধ্যে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামীকাল থেকে


নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন  শাহজাহান ওমর

নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহজাহান ওমর


ইসি’র সঙ্গে ইইউ’র বৈঠক আজ

ইসি’র সঙ্গে ইইউ’র বৈঠক আজ


আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী

আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী