
ঢাকা: ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ড. বশীর উল্লাহ।
পরে আইনজীবী ইদ্রিসুর রহমান বলেন, ‘মান্নার জামিন আবেদনের দেওয়া রুলের শুনানিকালে আমরা একটি সম্পুরক আবেদন করি। যেখানে উল্লেখ করেছি উনি শারিরীকভাবে অসুস্থ, উনি হার্টের রোগী, হার্টে ব্লক সেট আছে ও শারিরীক অবস্থা ভালো নয়। সেই প্রেক্ষিতে ঢাকা জেল কর্তৃপক্ষকে কোর্ট অর্ডার দিয়েছে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ সেন্টারে চিকিৎসা দিতে। আর তার জামিনের আবেদন পেন্ডিং আছে। ওই বিষয়ে পরে আবার শুনানি হবে।’
এর আগে গত ২১ মার্চ মান্নাকে কেন জামিন দেওয়া হবে না, এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করে আদালত। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণ দেখিয়ে দুটি মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন আবেদন করেন।
মান্নার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীকে স্বীয় আনুগত্য ও কর্তব্য থেকে বিপথগামী করতে বক্তব্য দেওয়া এবং একই বছর ১৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় মামলা দুটি করা হয়।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মান্নাকে ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/ওয়াইএ