মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের পদত্যাগ

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্লেপার বৃহস্পতিবার কংগ্রেস কমিটিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ল্যাপার তার দায়িত্ব পালন করে যাবেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পদে নিজের পছন্দের লোকদের নিয়োগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় অনেকেই ধারণা করছিলেন, জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে ৭৫ বছর বয়সী ক্ল্যাপার সরে দাঁড়াবেন। এ ধারণাই এখন প্রমাণ করলেন ক্লেপার।
এদিকে এক বিবৃতিতে হাউস ইন্টিলিজেন্স কমিটির প্রশংসা করে জেমস ক্লেপার বলেন, “এটি বেশ ভালো ছিল।” সূত্র: বিবিসি
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের