
ঢাকা: হোয়াইট হাউসে যাওয়ার রাস্তায় অনেকটাই এগিয়ে আছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফলাফলের এই প্রবণতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থকরা এখন চোখের পানি আটকে রাখতে ব্যর্থ হচ্ছেন।
দুনিয়া কাঁপানো এ ভোটযুদ্ধের ফলাফলের প্রতি বাংলাদেশের আগ্রহও যে কম নয় তা বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে। ট্রাম্পকে জয়ের পথে এগিয়ে যেতে দেখে কেউ উল্লাস করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আবার কেউ কথা বলছেন হিলারির পক্ষে, কেউ কেউ লিখছে স্যাটায়ার পোস্ট। আবার অনেকে ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের কী লাভ ক্ষতি হতে পারে সে হিসেব কষছেন।
রনি রেজা নামে একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শেষ পর্যন্ত ট্রাম কার্ডের খেলাই দেখালেন ট্রাম্প। হিলারি কি ওভারট্রাম করতে পারবেন???
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু নিজের ফেসবুকে লিখেছেন, হিলারী বা ট্রাম্প। যেই জিতুন, তাতে আমাদের জন্য তেমন ক্ষতিবৃদ্ধি নেই। দুটোই শয়তান, যুদ্ধবাজ, বিশ্বমানবের শত্রু। পার্থক্য কেবল হিলারি চাপা শয়তান আর ট্রাম্প প্রাণখোলা শয়তান।
তবে আমেরিকার এই নির্বাচন থেকে একটা শিক্ষা নেওয়া যেতে পারে। সেই শিক্ষা আমাদের দেশের নির্বাচন ও রাজনৈতিক সংগঠনগুলোর অভ্যন্তরে খুব কাজে লাগবে। সেটা হলো:
এই যে আমাদের শান্তিবাবা চট্টগ্রামের সুদখোর ইউনুস পর্যন্ত ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়েছেন হিলারির ভোট কেনার জন্য তাতে কিন্তু কাজ হয় নি। ছয় বছর আগে একবার আর অতি নিকট অতীতে একবার আমাদের আশপাশেও টাকা দিয়ে ভোট কেনাবেচার খেলা হয়েছে, তাতেও কিন্তু টাকাওয়ালারা জিততে পারে নি। টাকাই সব না রে পাগলা।
ট্রাম্পের এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার সাজেদা সুইটি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নিঃসন্দেহে প্রমাণিত হইলো- আমেরিকানরা ‘লাম্পট্যপ্রিয়, বর্ণবাদী এবং দাম্ভিক’!
অন্ধ তীরন্দাজ লিখেছেন, জিততে চলছে ট্রাম্প …………। পৃথিবীর সবখানেই ডানপন্থী মৌলবাদীদের জয়জয়কার।
কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছেন, আমরা যারা ট্রাম্প জেতার ব্যাপারে নিশ্চিত ছিলাম, মূলত তারাই আজ জিতলাম।
সবুজ কুণ্ডু নিজের ফেসবুকে লিখেছেন, হিলারি কিংবা ট্রাম্প যেই জিতুক তাদের আন্তর্জাতিক রাজনীতিতে কোন পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না, হিলারি হেরে গেলে তাকে আবার পররাষ্ট্র আনা হতে পারে এটা ভাবা বেশি কিছু হবে না। তবে ব্যক্তিগত সম্পর্ক যেমন ধরুন ট্রাম্পের সাথে বাংলাদেশের যদু কাকা কিংবা হিলারির সাথে বাংলাদেশ ছদু কাকা সম্পর্ক কখনো কখনো ইমপ্যাক্ট ফেলতে পারে বৈকি।
হোরাস আহমেদ স্যাটায়ার করে লিখেছেন, ভ্লাদিমির পুতিনের পোষা হ্যাকার বাহিনী আমেরিকার নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে। এ ছাড়া আর কোন ব্যাখ্যা নাই।
গ্রন্থনা: প্রীতম সাহা সুদীপ