
ওয়াশিংটন: জঙ্গিগোষ্ঠী আইএসকে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেট্রো ট্রানজিট পুলিশের একজন কর্মকর্তাকে বুধবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল প্রসিকিউটর।
৩৬ বছর বয়সি নিকোলাস ইয়ং হলেন প্রথম মার্কিন পুলিশ যার বিরুদ্ধে আইএসকে সাহায্যের অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, ২০১০ সাল থেকে তিনি তদন্তাধীন আছেন।
২০১১ সালে প্রেসিডেন্ট গাদ্দাফির পতন ঘটাতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করার জন্য লিবিয়া যান নিকোলাস ইয়ং। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্রকারী আমিন আল খালিফির সঙ্গে তার পরিচিতি ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
২০০৩ সাল থেকে তিনি ওয়াশিংটন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করছিলেন কিন্তু গ্রেফতার হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই