
ওয়াশিংটন: রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ সংক্রান্ত ৪টি বিল প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার বন্দুক নিয়ন্ত্রণের উপর রিপাবলিকানদের দুটি এবং ডেমোক্রেটিকদের দুটি মোট ৪টি সংশোধনী বিল প্রত্যাখ্যান করে উভয় দলের সিনেটররা।
মাত্র এক সপ্তাহ আগে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হন। এই ঘটনার পরেও মার্কিন আইন প্রণেতারা দেশটির সবচেয়ে সংবেদনশীল ইস্যু নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হলেন। ভবিষ্যতে কি উপায়ে এধরনের হামলা প্রতিরোধ করা যাবে সে বিষয়ে উভয় দলের সিনেটররা ভিন্নমত পোষণ করেন।
রিপাবলিকান সিনেটর জন কর্নিন বলেন, আমার সহকর্মীরা অনেক ক্ষেত্রেই রোগের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে উপসর্গের চিকিৎসা করতে আগ্রহী। তিনি জানান, অরল্যান্ডোর হামলার নেপথ্যে ইসলামি চরমপন্থা দায়ী। এটা নির্মূলে লড়াই না করে ডেমোক্রেটরা বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে মাতামাতি করছে।
এদিকে ডেমোক্রেটিক দলের সিনেটর বারবারা মিকুলস্কি জানান, বিমানে সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবিশ্বাস্য সব নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়, অথচ সন্দেহভাজন সন্ত্রাসীদের পর্যর্বেক্ষণ তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণের কোন ব্যবস্থা নেই।
রিপাবলিকান এবং ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এর সদস্যদের অভিযোগ ডেমোক্রেটদের দ্বারা উত্থাপিত বিল মার্কিন সংবিধানে অস্ত্র বহন করার যে অধিকার রয়েছে তা লংঘন করার শামিল।
মার্কিন অস্ত্র বিক্রেতারা ফেডারেল সরকারের কাছ থেকে লাইসেন্স পেয়ে থাকেন। কেবল যাদের মানসিক সমস্যা আছে কিংবা যারা গুরুতর অপরাধী তাদের কাছে অস্ত্র বিক্রিতে বাধা দেয়া হয়। কিন্তু পর্যবেক্ষণ তালিকায় যেসব সন্দেহভাজন সন্ত্রাসীর নাম রয়েছে তাদের কাছে অস্ত্র বিক্রিতে কোন বিধি নিষেধ নেই। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ এই তালিকাভুক্ত আছেন।
এদিকে হিরাম কলেজের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক জেসন জনসন বলেন, অরল্যান্ডো ঘটনার পর যখন মানুষ বেদনার্ত সেসময়েও রাজনীতিবিদরা তাদের স্বার্থের বিপক্ষে গিয়ে কোন কাজে সম্মতি জানাতে পারছেন না। তিনি জানান, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে তাদের পক্ষে অবস্থান করছেন এসব রাজনীতিবিদ।
মার্কিনিরা অস্ত্র প্রদর্শনি কিংবা অনলাইনের মাধ্যমে অস্ত্র ক্রয় করতে পারেন। সূত্র: বিবিসি, আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ