
মসুল: ইরাকের মসুল নগরীর কাছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় দুই জ্যেষ্ঠ আইএস নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। নিহতরা হলেন ২০১৪ সালে মসুল নগরী দখলে নেয়ার নেতৃত্ব দেয়া আইএস’র উপ যুদ্ধমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ কমান্ডার।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, নিহত উপ যুদ্ধমন্ত্রী বাসিম মুহাম্মাদ আহমাদ সুলতান আল-বাজওয়ারি ছিলেন সাবেক আল-কায়েদা নেতা। তিনি আইএস’র আত্মঘাতী বোমা হামলা, ঘরে তৈরি বিস্ফোরক ও হামলায় মাস্টার্ড গ্যাস ব্যবহার বিষয়ক ব্যাটালিয়নের প্রধান ছিলেন।
অন্য কমান্ডার হাতিম তালিব আল-হামদুনি ছিলেন আইএস মুসল অঞ্চলের সামরিক পুলিশ প্রধান। তাদের মৃত্যুতে আইএস’র বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান পিটার কুক। এই দুজন ছাড়াও গত মাসে মার্কিন বাহিনীর হামলায় আইএস’র অনেক নেতা নিহত হন।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে মসুল পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। ২০১৪ সাল থেকে মুসল আইএস’র দখলে রয়েছে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই