
ডেস্ক: ‘বাবা চলে গেলো, মা’র কিছু হলে আমরা কি নিয়ে থাকবো? আল্লাহ আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও…’, কেঁদে কেঁদে কথাগুলো বলছিলো ছেলে হিমেল।
সে জানায় তার মা হাসিনা আক্তার ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এবং একই হাসপাতালে চিকিৎসাধীন তার বোন হিতৈষী। সেও কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে একটু আগেই।
হিমেলের সঙ্গে কথা বলে জানা যায়, বাবা হাসান ইমাম ছিলেন একজন নৌবাহিনীর কর্মকর্তা। গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম বাইপাস রোডে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার পথে বিএসআরএম কোম্পানির একটি লরির ধাক্কায় নিহত হন। এসময় গুরুতর আহত হন তার মা ও ছোটো বোন।
হিমেল আরও জানায়, বর্তমানে তার মা ঢাকার সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও তার জ্ঞান ফেরেনি।
নিহতের স্বজনেরা জানিয়েছে, হাসিনা আক্তারের জ্ঞান না ফেরা নিয়ে তারা চিন্তিত। তারা হাসিনার আরো উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।
এদিকে চট্টগ্রামের আকবর শাহ থানার এসআই রিয়াজ জানান, এ ঘটনায় একটি মামলা (মামলা নম্বর- ২৭) করা হয়েছে। তবে ঘাতক লরিটির চালককে আটক করা সম্ভব হয়নি।
গ্রন্থনা: রাকিব