
ঢাকা: বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টে মালদ্বীপকে পরাস্ত করে মধুর প্রতিশোধ নিয়েছে কিরগিস্তান। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে দুপুরে শুরু হওয়া ম্যাচে ৩-০ সেটের জয় পায় কিরগিজরা। মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নেমেই প্রথম সেটে ২৭-২৫ ব্যবধানের জয় পায় কিরগিস্তান। দ্বিতীয় সেটে ২৫-২২ আর তৃতীয় সেটে ২৫-১৮ ব্যবধানে মালদ্বীপকে উড়িয়ে দেয় মধ্য এশিয়ার দলটি।
গত আসরের গ্রুপ পর্বের লড়াইয়ে মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন ধুলিসাৎ হয়েছিল কিরগিস্তানের। আজ দেড় বছর আগের সেই হারের প্রতিশোধটা কড়ায়-গণ্ডায় নিয়েছে তারা। চলতি এ আসরে মালদ্বীপের এটা টানা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছিল তাদের। এদিকে, মালদ্বীপের বিরুদ্ধে দূর্দান্ত এ জয়ে আসরের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কিরগিজরা। আাগমিকাল গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের।
প্রতিবেদন: কবির, প্রকাশ: তুহিন