
মালে: মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। শুক্রবার আদিবের আইনজীবী মুসা সিরাজ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুমের প্রাণনাশের ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়।
নিরাপত্তার কারণে বৃহস্পতিবার রুদ্ধদ্বার একটি কক্ষে অপরাধ বিষয়ক আদালত সাবেক ভাইস প্রেসিডেন্টের বিচার করেন।আদালত জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্টের স্পিডবোটে বোমা বিস্ফোরণের হুকুম দিয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব। এই ঘটনায় বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন।
এই ঘটনায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী এবং আরো দু’জন সামান্য আহত হন। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্তে বোমার কারণে বিস্ফোরণের কোন প্রমাণ পাওয়া যায়নি। এর চারদিন আগে সন্ত্রাসের অভিযোগে ৩৪ বছর বয়সি আদিবকে ১০ বছরের কারাদণ্ড দেন আরেকটি আদালত।
বর্তমানে মালদ্বীপের বিরোধী দলের বেশিরভাগ নেতা কর্মীকে হয় জেল নতুবা নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে। এরফলে দ্বীপ রাষ্ট্রটিতে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকেও সন্ত্রাসের অভিযোগে ১৩ বছরের জেল দেয়া হয়েছিল। কিন্তু চিকিৎসার জন্য তিনি ব্রিটেন গিয়ে সেখানেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি