
মালে: বিগত ৪৫ দিন ধরে মালদ্বীপে যে রাষ্ট্রীয় জরুরী অবস্থা বলবত ছিল তা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। বৃহস্পতিবার ভারত মহাসাগরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপদেশের উপর জারি করা জরুরী অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন তিনি।
গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বিরোধী দলের ৯ জন রাজনীতিবিদের শাস্তি কমানোর পাশাপাশি তাদের মুক্তি দেয়ার আদেশ দিলে প্রেসিডেন্ট ইয়ামিন ১৫ দিনের জন্য জরুরী অবস্থা জারি করেন। পরবর্তীকালে সংসদের অনুমতি সাপেক্ষে এই জরুরী অবস্থা আরো ৩০ দিনের জন্য বাড়ানো হয়।
জরুরী অবস্থা চলাকালীন সময়ে ইয়ামিনের সরকার সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আরেকজন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেটরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মাসে এক বিবৃতিতে জানিয়েছিল, সুশীল সমাজ, বিচারক এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অনুমতিপত্র হিসেবে রাষ্ট্রীয় জরুরী অবস্থাকে ব্যবহার করছে প্রেসিডেন্ট ইয়ামিনের প্রশাসন। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম