
ঢাকা: রাজধানীর মালিবাগে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন| বুধবার দুপুরে আবুজর গিফারি কলেজের পাশের ২২ নম্বর বাড়ি থেকে ওহেদুল ইসলাম স্বপনের (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় স্ত্রী মৌসুমী ইসলাম নাহারকে আটক করেছে পুলিশ।
শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বপনের স্ত্রী তাকে হত্যা করেছে। তার স্ত্রীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
শাহজাহানপুর থানার ওসি (তদন্ত) আবদুল মাবুদ জানান, সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মৌসুমী ইট দিয়ে ওহেদুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মাথায়, কপালে ও মুখে ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নিহত ওহেদুলই ওই পাঁচতলা বাড়ির মালিক ছিলেন। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। স্বামী-স্ত্রী উভয়েই মাদকাসক্ত ছিল বলেও জানান অনেকেই।
প্রতিবেদক: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ