মালয়েশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই

কুয়ালালামপুর: মালয়েশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। নয়লাখ লিটার ডিজেলবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার পানিসীমায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার নৌ কর্মকর্তারা।
এমটি ভিয়ের হারমোনি নামের ট্যাঙ্কার জাহাজটি সোমবার তানজুং পেলেপাস বন্দর থেকে পালতোলার পর এটিকে জব্দ করে ছিনতাইকারীরা।
বর্তমানে ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপে একটি ভেড়ানো হয়ে থাকতে পারে বলে মালয়েশিয়ার নৌ চলাচল বিষয়ক সংস্থার (এমএমইএ) পরিচালক টুইটারে জানিয়েছেন।
ট্যাঙ্কার জাহাজটির আনুমানিক মূল্য ১৫ থেকে ১৬ লাখ রিঙ্গিত বা প্রায় চারলাখ ডলার। ট্যাঙ্কারটিকে যারা ছিনতাই করেছে তাদের পরিচয় জানা যায়নি। সূত্র: বিবিসি।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম