
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরাজয়ের পর পরই স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় বেড়াতে যাওয়ার ঘোষণা দেন নাজিব। তারপরই অভিবাসন বিভাগ শনিবার এই নিষেধাজ্ঞা দেয়।
জানা গেছে, নাজিবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই এক সংবাদ সম্মেলনে দুর্নীতির তদন্ত করার ঘোষণা দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহথির মোহাম্মাদ। মূলত দুর্নীতি ঠেকাতেই ৯২ বছর বয়সে এসে নির্বাচন করেন এ নেতা। গত বুধবার অনুষ্ঠিত ওই নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের পতন হয়। যার নেতৃত্বে আছেন নাজিব রাজাক।
প্রসঙ্গত, ২০১৫ সালের তার বিরুদ্ধে ৭০ কোটি ডলার সরকারি তহবিল তছরুপের অভিযোগ আনা হয়। যদিও পরে কর্তৃপক্ষ তাকে দায়মুক্তি দেয়।
নাজিব রাজাক এক টুইট বার্তায় জানান, অভিবাসন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার নোটিশ তিনি পেয়েছেন। তাকে ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধ করা হয়েছে। তবে কি কারণে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সেটি তাকে জানানো হয়নি বলে টুইট বার্তায় বলেন নাজিব রাজ্জাক। তিনি অভিবাসন বিভাগের এ নির্দেশ মেনে চলবেন বলে জানান তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান