মালয়েশিয়ায় ইংরেজি নববর্ষ উদযাপনকালে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় পোর্ট কেলাংয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকালে ১০ জন আহত হয়েছেন। জানা যায় আতশবাজি ফুটানোর সময় এ ঘটনা ঘটে।
রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পোর্ট কেলাংয়ের পানদামারান স্পোর্টস কমপ্লেক্সয়ে আতশবাজির সময় কিছু আকাশে না ফুটে নিচে পতিত হয়। এতে এ আহতের ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় সাতজন পায়ে আঘাত পেয়েছেন এবং তাদের আঘাত গুরুতর নয়। তবে অপর তিনজনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় তাংকু আম্পুয়ান রাহিমা হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রন্থনা: রাকিব