মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছর জেল

কুয়ালালামপুর: মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশিকে ১০ বছরের জেল দিয়েছেন মালয়েশিয়ার এক আদালত। দেশটির ক্ষুদ্রতম রাজ্য পেরলিশের ওয়াং কেলিয়ান এলাকায় গত বছর ৩ বাংলাদেশিকে পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত নুরুল ইসলাম (৩২) নামের ওই বাংলাদেশি।
মোহাম্মদ নুর বাসিয়া, দেলোয়ার এবং জয় নামে তিন স্বদেশিকে পাচারের অভিযোগে নুরুল ইসলামকে এই দণ্ড প্রদান করেন পেরলিশের কানগর হাইকোর্টের জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার।
চলতি বছরের ২ মে মালয়েশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। নুরুল ইসলাম পাচারের অভিযোগ স্বীকার করেন। এছাড়া বাংলাদেশি নাগরিক মোঃ তিফাজির হোসেনকে পাচারের অভিযোগে ৪৬ বছরের থাই নাগরিক বিয়াও অং চুম্পোকে অভিযুক্ত করা হয়। সূত্র: স্টার অনলাইন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই