মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বাংলাদেশি

মালয়েশিয়া: মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ইউনুছ আলী (৩২) নামে অপর এক বাংলাদেশী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ইউনুছ আলীকে সিবরান জায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সিদ্দিকুর রহমানের বাড়ি শেরপুর মনিরামপুর গ্রামে এবং গুরুতর আহত ইউনুছের বাড়ি সাতক্ষীরার বাহাদুরপুর গ্রামে। সোমবার মালয়েশিয়া সময় রাত সাড়ে আটটার দিকে পেরাক বিডোর এলাকায় এ ঘটনা ঘটে।
দূতাবাস সূত্রে জানা যায়, মালয়েশিয়ার পেরাক বিডোর কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে গাড়িচাপায় সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী